সাধারন তথ্যাবলীঃ
১) হাসপাতালে অবকাঠামো সুবিধাঃ জেনারেল বেড ২২৫টি, পেইং বেড ১৫টি, কেবিন ১০টি ও এ্যাম্বুলেন্স ২টি।
২) সমাজ কল্যান বিভাগঃ হাসপাতালে অবস্থিত সমাজ কল্যান অধিদপ্তরের শাখা অফিসের মাধ্যমে হতদরিদ্র
রোগীদের আর্থিক সহায়তা (সর্বোচ্চ ১০০০/- টাকা পর্যন্ত) দেয়া হয়। রোগীদের ক্ষেত্রে যথাযথ কতৃপক্ষের প্রত্যয়ন সাপেক্ষে এ সেবা দেওয়া হয়।
৩) বিনামুল্যে সেবা ও ঔষধ সমুহ (প্রাপ্তি সাপেক্ষে) পাওয়া যাবে।
৪) হাসপাতালের সেবা পাওয়ার সময়ঃ বহিঃবিভাগঃ সকাল ৮:০০টা- দুপুর ২:৩০টা পর্যন্ত। (শুক্রবার ও ছুটির দিন ব্যতিত) অন্তঃ বিভাগঃ ২৪ ঘন্টা খোলা।
৫) দর্শনার্থিদের সাক্ষাতের সময়ঃ শীতকালীন : বিকাল ৩:০০টা- ৫:০০টা ও গ্রীষ্মকালীন: বিকাল ৪:০০টা- ৬:০০টা ।
৬) জরুরী বিভাগের সেবা কার্যক্রমঃ সকল জরুরী রোগীর প্রাথমিক চিকিৎসা ও উন্নত চিকিৎসা সেবার জন্য জরুরী ভিত্তিতে এ্যাম্বুলেন্স সুবিধার ব্যবস্থা রয়েছে।
৭) ওয়ান ষ্টপ ক্রাইসিস সেল(ওসিসি) এর প্রদেও সেবা সমুহঃ ক) কাউন্সেলিং খ)লিগ্যাল গ) লিগ্যাল এইড
ঘ)পুলিশি ঙ)স্বাস্থ্য চ)আরবিট্রেশন ও অন্যান্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস