২৫০ শয্যা বিশিষ্টজেনারেল হাসপাতাল, চাঁদপুর।
দপ্তর প্রধানঃ তত্ত্বাবধায়ক,
বর্ননাঃ চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্টজেনারেল হাসপাতাল, ১৯৩৯ সালে ১০ শয্যা নিয়ে চাঁদপুর সরকারী হাসপাতালটি কার্যক্রম শুরু করে। এ সময় এর নামকরন করা হয়েছিল এলগিন হাসপাতাল। ১ জন মেডিকেল অফিসারের সার্বক্ষনিক তত্ত্বাবধানে এলগিন হাসপাতালের কার্যক্রম পরিচালিত হতো। ১৯৫২-৫৩ অর্থবছরে পাকিস্থান শাসনামলে একতলা বিশিষ্ট এলগিণ হাসপাতালটি চুন সুরকি দিয়ে ২য় তলায় রূপান্তরীত করা হয় এবং ১০ শয্যার স্থলে ৩০ শয্যায় উন্নীত করা হয়। স্বাধীনতার পর ১৯৭৫ সালে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। চাঁদপুর বাসীর দীর্ঘদিনের দাবী ছিল বিদ্যমান হাসপাতালটির শয্যা সংখ্যা বৃদ্ধি করে আরো উন্নত মানের সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা । সেই লক্ষে ২০০২ সালে সদর হাসপাতালের উন্নীত করনের কাজ শুরু হয়। উন্নীত করনের কাজ সমাপ্তির পর ২০০৫ সালে নবনির্মিত ২০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কার্যক্রম শুরু করে। ২০০৯ সালে ২৫০ শয্যা হিসাবে পদ সৃষ্টি ও ডিকলারেশান পায়। ২০১৩ সালে ২৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন পায় এবং সেই সাথে কার্যক্রম শুরু করে সফলতার সাথে স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। এখানে চাঁদপুর জেলা ছাড়াও শরীয়তপুর ও লক্ষীপুর জেলার রোগীরা এই হাসপাতাল থেকে সেবা নেয়। এখানে বহিঃবিভাগ , জরুরী বিভাগে আগত রোগীদের চিকিৎসা সেবা ওঅন্তঃ বিভাগে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগীদের এক্সরে , ইসিজি, আল্ট্রসনোগ্রাম ও প্যাথলোজিক্যাল সেবা প্রদান করা হয়। জরুরী প্রসূতিসেবা (ইওসি) ও টেলিমেডিসিন সেবা প্রদান। এখানে আই এম সি আই ও পুষ্টি কর্নার প্রকল্প চালু আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস